ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

সেপটিক পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:৪১ পিএম

সেপটিক পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু

ছবি-বর্তমান বাংলাদেশ।

লালমনিরহাটে এক বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রহিম (৩০) নামে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়ির সেপটিক টাঙ্কি পরিস্কার করতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং জীবিত উদ্ধার হওয়া রহিম মিয়া একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ নুরনবী বলেন, শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসের কারনে শ্রমিক রহিম উপরে উঠে আসলেও মারুফ উঠতে পারেনি। মারুফ উঠতে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।

ওসি নুরনবী বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে  এক জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

বর্তমান বাংলাদেশ

Link copied!