ফরহাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর-রামগতির কৃতি সন্তান, কমলনগর-রামগতির গণমানুষের নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু`র মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে কমলনগরের হাজিরহাট বাজারের পালকি চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে উক্ত স্মরণসভার আয়োজন করা হয়।
কমলনগর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল বারী বাবু`র সহধর্মিণী জনাবা বিথিকা বিনতে হোসাইন। আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সেক্রেটারী নুরুল হুদা চৌধুরী, হাজিরহাট উপকূল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দগণ।
বক্তারা বলেন, শফিউল বারী বাবু ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও অন্যায়ের সাথে আপোষহীন নেতা। তিনি সব সময় কমলনগর-রামগতির গণমানুষের পাশে ছিলেন, ঘরে ঘরে চাকরীর ব্যবস্থা করে দিছেন, মেঘনা নদীর করাল গ্রাস থেকে মানুষকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছেন। তাই সবাই শফিউল বারী বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন।
নেতারা আরো বলেন, আজ বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অসহায়দের মাঝে কমলনগরের ৯ ইউনিয়নের ৯ জনকে হুইলচেয়ার প্রদান করেন।
সর্বশেষে শফিউল বারী বাবু`র মাগফেরাত কামনার জন্য দোয়া করে অনুষ্ঠানটি শেষ করেন। দোয়ায় মুনাজাত করেন বিশিষ্ট আলেমেদ্বীন জনাব মাওলানা মাহমুদুল হাসান।
আপনার মতামত লিখুন :