ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

পুকুরের পানি থেকে উদ্ধার হলো পরপর দুই শিশুর মৃতদেহ

বিকাশ চন্দ্র প্রামানিক ( নওগাঁ)

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৫৮ পিএম

পুকুরের পানি থেকে উদ্ধার হলো পরপর দুই শিশুর মৃতদেহ

ছবি: বর্তমান বাংলাদেশ।

পুকুরের পানি থেকে উদ্ধার হলো পরপর দুই শিশুর মৃতদেহ
নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর 
মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে বাড়ির পাশের ওই পুকুরে পড়ে ডুবে যায় শিশু দুটি।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে।

নিহত দুই শিশু হলো, বিনোদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ৬ বছরের আরাফাত ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে চার বছরের নাইম।

স্থানীয়রা জানায়, কয়েকজন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। তারপর থেকে দুই শিশুকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর থেকে একটি বাচ্চাকে ভেসে উঠতে দেখতে পায় খেলতে থাকা কয়েকজন শিশু। এরপর তাদের চিৎকারে গ্রামবাসী পুকুরে নেমে ছয় বছরের শিশু আরাফাতকে উদ্ধার করে। এর কিছুক্ষন পরে চার বছরের শিশু নাইম এর মৃতদেহ ওই পুকুর থেকে উদ্ধার করা হয়।

শিশু দুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মহাদেরপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।

বর্তমান বাংলাদেশ

Link copied!