নেত্রকোনার মোহনগঞ্জে জয় আহম্মেদ (২২) নামে এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে জখমের ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত মো. মারুফকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মারুফের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল বুধবার উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মারুফ উপজেলার পুকুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
ভুক্তভোগী জয় আহম্মেদ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দশধরী (পূর্বপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মোহনগঞ্জে কর্মরত।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের থানা রোড এলাকায় জয় পণ্য সরবরাহ করতে আসেন। এসময় রিকশাভ্যান রাস্তার পাশে রাখাকে কেন্দ্র করে অটোরিকশা চালক আকাশ মিয়ার সাথে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে আকাশ তার বন্ধু মারুফসহ আরও কয়েকজনকে ডেকে আনে। মারুফ এসেই জয়কে ছুরিকাঘাত করে। এসময় আশপাশের লোকজন আকাশকে আটক করে পুলিশে দেয়। তবে ছুরিকাঘাতকারী মারুফ পালিয়ে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী জয় বাদী হয়ে আকাশ ও মারুফসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন,
ঘটনার পর থেকে প্রধান আসামি মারুফ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

 
               
             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
       -20251030084900.jpeg) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :