নওগাঁর রাণীনগরের রক্তদহ বিল এলাকায় অভিযান চালিয়ে দু’টি সুতিজাল ও ১০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলা সদরের রক্তদহ বিলের মুখে ও রতনডারা খালে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান।
তিনি জানান, রক্তদহ বিল এলাকার রতনডারা খালে বানা দিয়ে এবং বিলের মুখে সুতিজাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে খাল থেকে বানা উচ্ছেদ করাসহ লক্ষাধিক টাকা মূল্যের দু’টি সুতিজাল ও ১০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় এক ব্যক্তিকে সুতিজাল দিয়ে মাছ নিধনের অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান আলী উপস্থিত ছিলেন।

 
               
             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
       -20251030084900.jpeg) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :