ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৬

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:৪৯ পিএম

কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৬

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া মহাসড়কের তোফাজ্জল মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়ি পেছন দিক থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে যায়। এতে চালকসহ ওই রিকশায় থাকা শিশু ও বৃদ্ধসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!