ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলে আবাসিক রিসোর্টে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতির ভিডিও ধারণ ও চাঁদাবাজির অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১০:৫২ এএম

শ্রীমঙ্গলে  আবাসিক রিসোর্টে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতির ভিডিও ধারণ ও  চাঁদাবাজির অভিযোগ

ছবি বর্তমান বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক রিসোর্টে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতির ভিডিও ধারণ করে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগ ওঠেছে স্থানীয় কয়েকজন তরুণের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শহরতলীর মণিপুরি পাড়ায় অবস্থিত ‘মঙ্গলালয়’ নামে একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে তানভীর আহমদ নামে এক তরুণের নেতৃত্বে বেশ কয়েকজন যুবকর ওই রিসোর্টের একটি কক্ষকে টার্গেট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জোরপূর্বক রুমে প্রবেশ করে পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখান এবং লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করায় পর্যটক দম্পতিকে ছুরি-চাকুর মুখে জিম্মি করে ভিডিও ধারণ করেন। একপর্যায়ে তারা পর্যটক দম্পতিকে ছুরি-চাকু ও দেশীয় আস্ত্রের মুখে জিম্মি করে করে নগদ প্রায় ৬ হাজার টাকা এবং বিকাশে ১৯ হাজার ৯৫০ টাকা চাঁদা আদায় করেন। ঢাকা বনানী থেকে আগত নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটক বলেন, আমার বিবাহিত স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে এসে মণিপুরি এলাকার ‘মঙ্গলালয়’ নামে একটি রিসোর্টে থাকি। কিন্তু স্থানীয় ১০ থেকে ১২জন তরুণ রিসোর্টকে টার্গেট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের রুমে জোরপূর্বক প্রবেশ করে ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখান এবং লাখ লাখ টাকা চাঁদা দাবি করেন। ছুরি-চাকু ও দেশীয় আস্ত্রের মুখে আমাকে জিম্মি করে তারা আমার সাথে থাকা ৫ থেকে ৬ হাজার টাকা নগদ এবং বিকাশে ১৯ হাজার ৯৫০ টাকা চাঁদা আদায় করে আমার রুম ত্যাগ করেন। এ ঘটনায় আমরা খুব ভীত-সন্তস্ত্র। এদিকে এ ঘটনায় ‘মঙ্গলালয়’ এর  কেয়ারটেকার মোঃ বুরহান উদ্দিন বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৪/১৫জন অভিযুক্ত করে শনিবার (৮ নভেম্বর) শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
মামলার বাদি রামনগর মনিপুরি পাড়ার মৃত শহিদ মিয়ার পুত্র মোঃ বুরহান উদ্দিন (৩৮)। 
মামলার অভিযোগকারীরা হলেন
মামলার বাদি মোঃ বুরহান উদ্দিন বলেন, রামনগর মনিপুরি পাড়ার নাসরিন মুর্শিদ এর ‘মঙ্গলালয়’ বাড়ির একটি কক্ষে ম্যাডামের অনুমতিক্রমে আমি ম্যাডামের গেস্টদের থাকার জন্য রুম দেই। জানতে পারি আগত পর্যটক দম্পতি। কিন্তু শুক্রবার রাতে বিবাদীগণ এলাকার একদল যুবককে সাথে নিয়ে নাসরিন মুর্শিদ ম্যাডামের ‘মঙ্গলালয়’ বাড়িতে অবৈধ কাজ হচ্ছে বলে একটি কক্ষে জোরপূর্বক প্রবেশ কওে ম্যাডামের গেস্টদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি হমকি প্রদর্শন করতে থাকে। প্রায় ২ ঘণ্টা তাদেরকে জিম্মি করে ছুরি-চাকু ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৫০০ প্রায় টাকা এবং বিকাশে ১৯ হাজার ৯৫০ টাকা চাঁদা আদায় করেন। এসময় আমি তাদেরকে সঙ্গতভাবে বাঁধ প্রাদান করলে বিবাদীগন আমাকেও প্রাণ নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থ ত্যাগ করে। বিবাদীগণের ভয়ে আমি এখন আতঙ্কিত, ভীত-সন্তস্ত্র। বিবাদীগণ ছাড়াও অজ্ঞাত আরো ১৪/১৫জন আমাদের ক্ষতি সাধণ করার আশঙ্কা করছি। এ ঘটনার বিষয়ে তদন্তপূর্বক বিবাদীগনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমি প্রশাসনের সাহায্য কামনা করছি। 
অভিযুক্তদের ফোন নম্বরের যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক কর্তৃক এখনো কোনো অভিযোগ পাইনি। তবে তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তিনি অভিযোগ দিবেন কিনা এই
সিদ্ধান্ত জানাবেন বলছেন। তার অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমরা তদন্ত করবো। তবে ওই বাড়ির কেয়ারটেকার বুরহান উদ্দিন একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন, এটি আপাতত আমরা নিচ্ছি না, কারণ তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানতে পেরেছি।

বর্তমান বাংলাদেশ

Link copied!