ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কাউন্সিলে অপরিস্কার রাস্তা পরিস্কার করলেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রিপন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৬:৫৯ পিএম

কাউন্সিলে অপরিস্কার রাস্তা পরিস্কার করলেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রিপন

গত সোমবার ১১ আগস্ট নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিল উপলক্ষে শহরের ওই কনভেনশন সেন্টারের সামনের সড়ক পরিষ্কার করে নজির স্থাপন করেছেন জেলা বিএনপির সদ্য নব-নির্বাচিত সম্পাদক মামুনুর রহমান রিপন ও সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের চক পাথুরিয়া এলাকায় বদলগাছি মহাসড়ক ও আশপাশের এলাকায় মামুনুর রহমান রিপনের হাতে ঝাড়ু, প্লাস্টিকের বস্তা ও ডাস্টবিন দেখা যায়। তারা সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে জানান।

সোমবার বিএনপি‍‍`র আয়োজিত কাউন্সিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা দুপুরে সড়কেই খাবার গ্রহণ করেন। খাবার শেষে সড়কে পড়ে থাকে পানির বোতলসহ নানা ধরনের ময়লা-আবর্জনা। তবে সমাবেশ শেষে পরের দিন দেখা যায়, বিএনপি ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ব্যবহৃত স্থান পরিষ্কার করে যাচ্ছে।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, জেলা কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে যেসব কেন্দ্রীয় নির্দেশনা দেওয়া হয়েছিল, তার অন্যতম ছিল সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। সেই নির্দেশনা মোতাবেক তারা সড়কের আবর্জনা অপসারণ করেন।

তিনি আরোও বলেন ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। গতকাল আমাদের কাউন্সিল ছিল, হাজারো মানুষ এসেছেন, কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় রাস্তায় ময়লা ফেলেছেন। তাই আমরা মনে করি এটি পরিষ্কার করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, শুধু রাস্তাই নয়—এই দেশ থেকেও সকল রাজনৈতিক ও সামাজিক ময়লা দূর করে একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।’

বিএনপির এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, রাজনীতিতে শৃঙ্খলা, সচেতনতা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে।

এসময় ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান মুস্তাকিন আহম্মেদ নিপু, রুবেল হোসেন, দলের সদস্য জুলহাস উর রশিদ,শামীনুর রহমান, সাহারাজ আলম সনি, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ ও ছাত্রনেতা একে হানিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কাউন্সিল শেষে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে ৬৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক নান্নু। তিনি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক। ৪০০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি।

আর যুগ্ম আহ্বায়ক থেকে ৬৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুনুর রহমান রিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ পেয়েছেন ৬৭১ ভোট।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!