নওগাঁর রাণীনগরে মেসার্স লাম ইয়া ট্রেডার্স নামে (বালাই নাশক কোম্পানি) সিনজেনটার ডিলার পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের রাণীনগর বাজারে সোনালী ব্যাংকের নিচতলায় উপজেলার প্রধান এই ডিলার পয়েন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সেখানে রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিলার পয়েন্টের সত্বাধিকারী এমদাদুল হক এই উদ্বোধন অনুষ্ঠান ও রিটেইলার সমাবেশের আয়োজন করেন।
অনুষ্ঠানে ফিতা কেটে ডিলার পয়েন্টের উদ্বোধন করেন- সিনজেনটা কোম্পানির জোনাল সেলস ম্যানেজার (জেডএসএম) মো. আমিনুল ইসলাম।
এ সময় সিনজেনটা কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো. আসাদ, এরিয়া সেলস ম্যানেজার সোহেল রানা, মেসার্স লাম ইয়া ট্রেডার্স সিনজেনটার ডিলার পয়েন্টের সত্বাধিকারী এমদাদুল হক ও রাণীনগর উপজেলার সিনজেনটার সকল রিটেইলারবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :