ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৬:০৯ পিএম

নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে

ছবি বর্তমান বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা এসেছে তা বানচাল করতে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণ এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিলো, আছে ইনশাআল্লাহ থাকবে।

সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল স্বল্পকালীন রাজনৈতিক প্রতিফলন মাত্র, যা মূল জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারবে না।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নেত্রকোনা সদর উপজেলায় বিএনপি আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন ড্যানী।

শোভাযাত্রার সময় নেতৃবৃন্দ ও সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে লিফলেট বিতরণ করেন।  দলের কার্যক্রম, আন্দোলন ও সাধারণ মানুষের কল্যাণকর বিষয় নিয়ে জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।


এটি এম আব্দুল বারী ড্যানী বলেন, “দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের কারণে জনগণের সঙ্গে মিলিত হয়ে আমরা আওয়ামী লীগের পতন ঘটাতে সক্ষম হয়েছি। কিন্তু এখনো কিছু ষড়যন্ত্র চলছে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত। প্রয়োজনে আবারও আন্দোলন চালানো হবে।”

তিনি বলেন, মানুষের প্রত্যাশা যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবে এবং সংসদে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ছাত্র-যুব সমাজের রাজনৈতিক সচেতনতা এবং স্বতন্ত্র নেতৃত্বের বিকাশ আগামী জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় চেষ্টা করছে নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে।


কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে দলের নীতি, কর্মসূচি ও আন্দোলন সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!