ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌপিনাথপুর গ্রামে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানায়, বিগত সরকারের সময়ে তিনি বাড়ি থাকতে পারতেন না। কয়েকটি মামলারও আসামি ছিলেন নজরুল ইসলাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থাকা শুরু করেন। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় দিয়েছিলেন মাটি। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধ্বসে পড়ে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক।
আপনার মতামত লিখুন :