ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

বরগুনায় জুলাই শহীদদের স্মরণে স্বপ্ন ফুটবল ম্যাচ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:৪৮ এএম

বরগুনায় জুলাই শহীদদের স্মরণে স্বপ্ন ফুটবল ম্যাচ

বরগুনা প্রতিনিধি: 

বরগুনায় তারুণ্যের আইডিয়ায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ও জুলাই শহীদদের স্মরণে এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো  জুলাই স্বপ্ন ফুটবল প্রীতি ম্যাচ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বরগুনা সার্কিট হাউস মাঠে বরগুনা জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এই ম্যাচের আয়োজন করে স্থানীয় তরুণ সংগঠক ইবরার হোসেন নিঝুম ও ছাত্র প্রতিনিধি মুঈদ নিলয়।

তরুণ শিক্ষার্থী স্নেহার সঞ্চালনায় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। ম্যাচে অংশ নেয় বরগুনা শহরের দুই দল লাল দল এবং সবুজ দল। খেলায় উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য দেখালেও শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয় লাভ করে লাল দল।

আয়োজকেরা জানান, ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বরগুনাসহ সারাদেশের যারা জুলাই মাসে শহীদ হয়েছেন তাদের স্মরণে এই আয়োজন। 
খেলার শুরুতে শহীদদের স্মরণ করা হয় এবং শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সংগঠক হারুন আর রশিদ রিংকু, রাকিন মোল্লা, সাংবাদিক শাহ আলী, মহিউদ্দিন অপু, ছাত্র প্রতিনিধি রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই আয়োজন শুধু একটি খেলা নয় বরং এটি হয়ে উঠেছে ইতিহাসকে সম্মান জানানো এবং তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার এক অনন্য উদ্যোগ।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!