বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জননেতা এম নাসের রহমান সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান।
তিনি সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কিছুক্ষণ অবস্থান করে গভীর শ্রদ্ধার সঙ্গে ফাতেহা পাঠ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম নাসের রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্নদ্রষ্টা। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, কৃষক পেয়েছিল হাসি। খাল কেটে সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষিকে সমৃদ্ধ করার মাধ্যমে তিনি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন।
এম নাসের রহমান আরও বলেন, “আজকের এই দিনে আমরা শহীদ জিয়ার দেখানো পথে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিচ্ছি। বিএনপি মানেই জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।
আপনার মতামত লিখুন :