ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত

চট্রগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১১:০১ এএম

চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
সোমবাব (১৮ আগস্ট) ভোর সাড়ে চারটার এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ছোট একটি পিক-আপ ভাটিয়ারী থেকে নগরীর ফিশারিঘাট যাচ্ছিলো। সিটি গেইট এলাকায় আসলে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে আনার পর আরো দুইজনের মৃত্যু হয়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক মো আলাউদ্দিন জানান, নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন, রনি দাশ, আকাশ দাশ, অজিত দাশ।সীতাকুন্ড জেলে পাড়া থেকে ফিশারীঘাট মাছের আড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী পিকআপটি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!