নেত্রকোনার বারহাট্টায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শেখ ফিরোজ মিয়া (৪৫) নামে এক বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বারহাট্টা -বাউসী সড়কের মোয়াটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে। পাশাপাশি এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ফিরোজ মিয়া উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের কাছু শেখের ছেলে। তিনি বারহাট্টা বিআরডিবি অফিসে উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অফিসের কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফিরোজ। পথে বারহাট্টা -বাউসী সড়কের মোয়াটী এলাকায় বিপরীত থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আশপাশের লোকজন পিকআপ ভ্যান ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরিবারের বরাত দিয়ে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, পুলিশ আসার আগেই পরিবারের লোকজন ফিরোজের লাশ বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন লাশের ময়নাতদন্তের জন্য দিতে রাজি নয়। তাঁরা এ ঘটনায় কোন মামলাও করবে না বলে জানিয়েছে। পিকআপ চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 
               
             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :