ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

লালমনিরহাটে নিখোঁজের ২ দিন পর অটোচালকের লাশ সতিনদী থেকে উদ্ধার 

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৬:৩২ পিএম

লালমনিরহাটে নিখোঁজের ২ দিন পর অটোচালকের লাশ সতিনদী থেকে উদ্ধার 

লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর অটোচালকের লাশ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। 
বুধবার সকালে হাতীবান্ধা উপজেলার ছোট সতিনদীতে নিখোঁজ অটোচালক আরিফুল ইসলাম (৩০) এর লাশ উদ্ধার করে পুলিশ।  আরিফুল জেলার আদিতমারী উপজেলার টেপাটারি এলাকার মৃত মারুফ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, গত সোমবার (১৮ আগষ্ট) দুপুরে অটো চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশাসহ বের হয়ে যায়। প্রতিনিয়ত রাত হলে বাসায় ফিরে আসে। কিন্তু সেদিন আর বাসায় ফিরে নি। এরপর থেকে তার কোথাও খোঁজে পাওয়া যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামবাড়ি সতিনদীর তীরে কাজ করতে গিয়ে স্থানীয়রা এ লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটো রিক্সা ছিনতাই করে পালিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাটে পাঠানো হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!