“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে (১৮-২৪ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৮ আগষ্ট) জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসনের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন, আলোচনা সভা, ও পুরষ্কার বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, মাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। দেশের প্রাণিজ আমিষ ও পুষ্টি চাহিদার বড় অংশ আসে মাছ থেকে। এইমাছ চাষ একটি লাভজনক ব্যবসা এবং এতে আত্মকর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। মাছ চাষে সফলতা এলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা যাবে। যুবকরা বেকার বসে না থেকে পুকুর ও জলাশয়ে মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন।
মৎস্যজীবীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জামাল উদ্দিন জীবন, মো: মোসা মিয়া, মো: আব্দুল করিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, মৎস্যজীবী, মৎস্যচাষী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের মধ্যে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
আপনার মতামত লিখুন :