ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

খুলনা আওয়ামীলীগ নেতা ডনের কার্যালয় দখল নিলেন স্বেচ্ছাসেবকলীগ নেত্রী সুমা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১১:০১ এএম

খুলনা আওয়ামীলীগ নেতা ডনের কার্যালয় দখল নিলেন স্বেচ্ছাসেবকলীগ নেত্রী সুমা

ছবি বর্তমান বাংলাদেশ

খুলনা নগরীর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ডন। দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলা ও অভিযোগের মুখে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার অনুপস্থিতির সুযোগে সম্প্রতি ওই নেতার তত্ত্বাবধানে থাকা শঙ্ক মার্কেটের একটি কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের নেত্রী সুমার বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, কিছুদিন আগে তিনি কার্যালয়ের পুরোনো দলীয় সাইনবোর্ড খুলে ফেলে নতুনভাবে ‘সাড়া সমাজ কল্যাণ সংস্থা’ নামে একটি সমাজসেবী সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের মতে, কার্যালয়টি দীর্ঘদিন ধরেই দলীয় প্রভাব বিস্তার ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। নেতা পলাতক হওয়ার পর অফিসটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে তা নিজের নিয়ন্ত্রণে নিয়ে সমাজসেবামূলক কার্যক্রম চালানোর ঘোষণা দেন সুমা। এদিকে এ নেত্রী চলতি বছরের জুলাই আন্দোলনের সময় ছাত্র–জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের মনোনীত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সদর থানার এ নেত্রী দীর্ঘদিন দলীয় পরিচয় ও প্রভাবের কারণে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করতেন বলে এলাকাবাসীর দাবি।

বর্তমান বাংলাদেশ

Link copied!