ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০১:৫৮ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা

ছবি বর্তমান বাংলাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে ছোট বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান দুদু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এদিনের চেতনায় উজ্জীবিত হয়ে ছাত্রদলকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও এ সভায় আলোচনা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!