ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

কাঁঠালিয়ার চেঁচরীরামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:৪০ পিএম

কাঁঠালিয়ার চেঁচরীরামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা। বিশেষ বক্তা ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন, মিজানুর রহমান আকন, জাকির হোসেন কিসলু সিকদার, খাইরুল আলম খোকন, ফজলুর রহমান ফুল, গোলাম কবির, রেজাউল করিম, আব্দুল মালেক তালুকদার, জাকির হোসেন পান্না মুন্সি, লীনা পারভীন।

সভাপতিত্ব করেন চেচরিরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আনিসুর রহমান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মান্নান হাওলাদার।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন।আয়োজনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠন।

বর্তমান বাংলাদেশ

Link copied!