ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩৬ নং বড় কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত আয়রন ব্রীজের লোহার পাতগুলো দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ওই ব্রীজের বেশ কিছু লোহার পাত ও অংশ চুরি হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে নির্মিত এই আয়রন ব্রীজটি অচল হয়ে পড়ায় এর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে পাশেই একটি নতুন সেতু নির্মাণ করা হয়। এরপর থেকে পুরনো আয়রন ব্রীজের লোহার কাঠামো অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে চুরি ও নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে দিন দিন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ব্রীজের লোহার পাতগুলো পড়ে থেকে এখন মরিচা ধরেছে। এর অনেক অংশ চুরি হয়ে গেছে। এগুলো দ্রুত উদ্ধার করে সরকারিভাবে সংরক্ষণ করা উচিত।”
আরেক বাসিন্দা জানান, “যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করলে পুরো কাঠামোই একসময় নষ্ট হয়ে যাবে। এখনো যেগুলো অক্ষত আছে, সেগুলো উদ্ধার করে কাজে লাগানো সম্ভব।
স্থানীয়রা দাবি জানিয়েছেন, পরিত্যক্ত ওই আয়রন ব্রীজের লোহার অংশগুলো উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত উদ্ধার করে সরকারি কাজে পুনঃব্যবহার করা হোক।
আপনার মতামত লিখুন :