সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড় নবগ্রাম রাজারগাঁওয়ে অবস্থিত শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলেও, কার্যনির্বাহী কমিটির সভায় মেয়াদোত্তীর্ণ কমিটিকে বহাল রেখে আরও তিন বছর মেয়াদ বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।
গত সোমবার অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ওই সভার এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজারগাঁও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উদ্যোগে বুধবার বিকালে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম মন্দির প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মন্দিরের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মধুসুদন রায়, রাজারগাঁও গ্রামের নিরদ রায়, শ্রীবাস রায়, সুশেন রায়, অধীর রায়, মহেশ রায়, সুবল রায়, মনিন্দ্র রায়, লিটন রায়, যধুবর রায়, সুভাস রায়, আনন্দ রায়, অসিত রায়, অঙ্কুর রায়, কিরণ রায়, তপন রায়, পুণ্য রায়, ধুর্জয় রায়, রিপন রায়, ঝুমন রায়, কাজল রায়, গৌতম রায়, রতন রায়, বিষু রায়, দীপ্ত রায়, বিশাল রায়, আলয় চক্রবর্তী, নব কৃষ্ণ রায়, জীবন রায়, সুহেল রায়, জয় রায় ঝাবু রায়।
বক্তারা বলেন, কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ পরিষদের সভা আহ্বান ছাড়াই, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া অনৈতিক ও বেআইনি।
তারা অভিযোগ করেন অধিকাংশ সদস্যকেও জানানো হয়নি। বক্তারা বলেন, পূর্ববর্তী গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ ছিল দুই বছর এবং একই ব্যক্তি পরপর দুইবার দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু সম্প্রতি কয়েকজন সদস্যের সিদ্ধান্তে মেয়াদ তিন বছর করা হয়েছে-যা গোপনে এবং বিধি বহির্ভূতভাবে সম্পন্ন হয়েছে।
সভায় বক্তারা আরও বলেন, জেলা প্রশাসক বরাবর ৩০.০৭.২০২৫ তারিখে দাখিলকৃত আবেদনে উল্লেখিত ৩টি শর্ত সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল ভঙ্গ করেন। প্রতিবাদ সভায় বক্তারা মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটিকে `অবাঞ্ছিত ঘোষণা` করেন এবং দ্রুত নতুন সাধারণ সভা ডেকে নিয়ম অনুযায়ী নতুন কমিটি গঠনের দাবি জানান।
আপনার মতামত লিখুন :