ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মৌলভীবাজার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৪:৪৯ পিএম

মৌলভীবাজার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে “নায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১৪ জুলাই সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: আবুল হোসেন। গীতা থেকে পাঠ করেন ইতি চক্রবর্তী।
মৌলভীবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবুল খয়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!