ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

আদমদীঘিতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মো:মাইন, আদমদিঘী, বগুড়া

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:৩২ পিএম

আদমদীঘিতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ছবি-বর্তমান বাংলাদেশ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদমদীঘি দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামি স্ট্যাডিজ গ্রুপের সাধারণ সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। 


সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কামরুল হাসান, গোলাম মোস্তফা, শাহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আনোয়ার হোসেন হিটলু, মজনু তালুকদার, ফরিদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, আরিফুর হক রুমান, এস.এম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, তাঁতীদলের সভাপতি আকবর খান, বগুড়া জেলা ছাত্রদল সহ সাধারণ সম্পাদক  কাওসার দ্বীপ, সভাপতি মহিবুল ইসলাম শাকিব।  আবুল বাশার মারুফ, সহ-সভাপতি আদমদিঘী উপজেলা ছাত্রদল। মোঃ সৈকত সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক, আদমদিঘী উপজেলা ছাত্রদল।


মোঃ আহসান হাবীব, সভাপতি আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ। সিয়াম আহমেদ, সহ-সভাপতি আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ। জুবায়ের আহমেদ জিম, যুগ্ম সম্পাদক রহিমদ্দীন ডিগ্রী কলেজ। ও আদম থেকে উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আওয়াল খন্দকার, মুন্না, সৈকত, তানভীর, হাসিব, রিফাত প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!