ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জালালের পক্ষে মাঠে নেমে চমক

মনোনয়ন ভুলে ঐক্যের হাত বাড়ালেন আকিল,

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:৪৫ এএম

মনোনয়ন ভুলে ঐক্যের হাত বাড়ালেন আকিল,

ছবি বর্তমান বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে প্রকাশ্যে সমর্থনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল। যেখানে সারাদেশে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দ্বন্দ্ব আর সংঘাত, সেখানে ঐক্যের ডাক দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন রুহুল আমিন আকিল।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলার করগাঁও নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে আকিল তার সমর্থন ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আকিলের এই ঘোষণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সমর্থন ঘোষণার বক্তব্যে রুহুল আমিন আকিল বলেন, ‘জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জালাল ভাইয়ের পাশে আছি এবং তার বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখব।’

তার এই ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তারা মনে করেন, আকিলের মতো প্রভাবশালী নেতা জালালের সঙ্গে থাকায় বিএনপির প্রচারণা আরও গতিশীল হবে এবং তরুণ ভোটারদের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়বে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সারাদেশে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ থাকলেও কিশোরগঞ্জ-২ আসনে আকিলের এমন ইতিবাচক অবস্থান ঐক্যের বার্তা দিয়েছে। এতে আসনটির নির্বাচনী সমীকরণে নতুন গতি এসেছে বলে মনে করছেন তারা।

তাদের মতে, আকিলের সক্রিয় মাঠপর্যায়ের উপস্থিতি বিএনপির ভোট ব্যাংক সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কটিয়াদী ও পাকুন্দিয়া অঞ্চলের তরুণ ভোটারদের মধ্যে জালালের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

অ্যাডভোকেট জালাল উদ্দিন আকিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আকিলের মতো পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতার সমর্থন পাওয়া আমার জন্য গর্বের। আমরা সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।

উল্লেখ, এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুহুল আমিন আকিল। এই জন্য পাকুন্দিয়া-কটিয়াদী এলাকায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অবস্থান ছিল। কাজ করেছেন এই এলাকার সাধারণ মানুষের জন্য।

বর্তমান বাংলাদেশ

Link copied!