ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁয় লাগানো ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৭:২৪ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁয় লাগানো ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে সোহাগ হোসেন (৩৮) নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোহাগের লাগানো ফসল নষ্ট করে
প্রতিপক্ষরা সেই জমিতে গাছ রোপন করে ও বাঁশ দিয়ে ঘিরে দখলে নিয়েছে।

উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখলের এই ঘটনা ঘটিয়েছে। এতে বিচারের আশায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

জানা যায়, গত ১০ আগস্ট সোহাগ হোসেনের নিজস্ব জমিতে রোপন করা আমন ধান তুলে ফেলে দেই প্রতিপক্ষরা। এরপর ১২ আগস্ট, শাবনাজ বেগম (৪০) ও রুজি বেগম (৫৫) সহ বেশ কয়েকজন দলবদ্ধ ভাবে সোহাগ হোসেনের লাগানো মরিচসহ জমি জোরপূর্বক দখল করে সেখানে তারা জোর করে গাছ লাগিয়ে ঘিরে দেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও গত ৩০ জুলাই সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোঃ হাফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, শাবনাজ বেগম সহ দলবদ্ধ হয়ে সাবিনা নামের এক নারীর উপর হামলা চালায়। এ সময় বাঁশ ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাবিনার মাথায় আঘাত করে তারা। যার ফলে সাবিনার মাথায় গুরুতর জখম হয় ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়। পরে সাবিনার স্বামীসহ পরিবারের সদস্য মিলে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান

‎‎এ ঘটনায় সাবিনার জা রিনা বেগম বাদী হয়ে গত ০৫.৮.২৫ তারিখ বদলগাছী থানায় মামলা দায়ের করেন।

মামলার জেরে গত ১০  আগস্ট অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে জমিতে রোপন করা ধান তুলে ফেলে দেই  এবং ধানের জমিতে মই দেই এবং ‎গত ১২আগস্ট পাশের বিরোধপূর্ণ সেই জমিতে গাছ রোপন করে এবং বাঁশ দিয়ে ঘিরে দেই তারা।

সোহাগ হোসেন ও তার স্ত্রী সাবিনা বলেন, এই জমিটি আমাদের নিজস্ব। আমরা এ পর্যন্ত এই জমিতে ফসল করে আসতেছি। হঠাৎ তারা এসে বলে এই জমির ফসল তাদের অর্ধেক পরিমাণ দিতে হবে। আমরা দিতে অস্বীকার করিলে তারা দলবদ্ধ হয়ে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে ও জমি থেকে উঠানো ৩ বস্তা মরিচ তারা নিয়ে যায় এবং গত ১০ আগস্ট আমাদের নিজস্ব জমিতে রোপন করা ধান তারা উঠিয়ে ফেলে দেয়। এছাড়া ১২ আগস্ট সকালে মরিচ সহ জমি দখল করে সেখানে গাছ লাগাই ও বাঁশ দিয়ে ঘিরে দেয়। আমরা বাধা দিতে গেলে দা, বটি, হাসুয়া, নিয়ে ধাওয়া করে আমরা এই অন্যায়ের সঠিক বিচার চাই।

অভিযুক্ত শাবনাজ বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায় নি।

এই বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, পূর্বের ঘটনায় মামলা হয়েছে। বর্তমান জমি দখলের বিষয় নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!