ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজাপুরে প্রতিবন্ধী যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:৪৩ পিএম

রাজাপুরে প্রতিবন্ধী যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর আদাখালো গ্রামের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি বলে পরিবার সূত্রে জানা যায়। নিখোঁজ যুবকের নাম মোঃ রিপন (৩০)।

পরিবার জানায়, রিপনের ব্রেন জনিত সমস্যা রয়েছে। তিনি প্রতিবন্ধী হওয়ায় সবসময় পরিবারের তত্ত্বাবধানে থাকতেন। কিন্তু ওই দিন হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। এতে পরিবার-পরিজন দিশেহারা হয়ে পড়েছে।

নিখোঁজ রিপনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিবার জানিয়েছে— তিনি নিয়মিত পান খাওয়ার অভ্যাসে অভ্যস্ত এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে খেলা করার প্রবণতা রয়েছে।

রিপনের বাড়ি রাজাপুর উপজেলার উত্তর আদাখালো গ্রামে, ওয়ার্ড নং-০১, ডাকঘর হাট পুটিয়াখালী (৮৪১০)। তার খোঁজ পেতে না পেরে স্বজনরা এলাকায় খোঁজাখুঁজি করছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭০৩-২০৫৬৭১

স্থানীয় এলাকাবাসী নিখোঁজ রিপনের খোঁজ পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পাশাপাশি সমাজের সকলের সহমর্মিতা কামনা করেছেন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!