ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার

নিবন্ধন আবেদন নামঞ্জুর করায় ইসিকে জাগ্রত পার্টির আইনী নোটিশ;রিট আবেদনের হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৪:১৫ পিএম

নিবন্ধন আবেদন নামঞ্জুর করায় ইসিকে জাগ্রত পার্টির আইনী নোটিশ;রিট আবেদনের হুমকি

ছবি: সংগৃহীত

নির্বাচনের জন্য বাংলাদেশ জাগ্রত পার্টির নিবন্ধন আবেদন নামঞ্জুর করায় নির্বাচন কমিশনকে আইনী নোটিশ দিয়েছেন দলটির লিগ্যাল অ্যাডভাইজার ও মহাসিচব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন,সিনিয়র সচিব আখতার আহমেদ ও উপ সচিব মো. মাহবুব আলম শাহ’র নাম উল্লেখ করে পাঠানো আইনী নোটিশে তিনি বলেন,প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেয়ার পরও বাংলাদেশ জাগ্রত পার্টির নিবন্ধন আবেদন মঞ্জুর না করে প্রত্যাখান করায় তারা মর্মাহত।তাই তারা "ডিমান্ড জাস্টিস" এর জন্য কমিশন বরাবর এই আইনী নোটিশ পাঠিয়েছেন।এতে,নোটিশ প্রাপ্তির তিন (৩) দিনের মধ্যে দলীয় প্রতীক কলম এবং বাংলাদেশ জাগ্রত পার্টিকে নির্বাচনের জন্য নিবন্ধন প্রদানের আহবান জানানো হয়।

অন্যথায়,কলম প্রতীক ও ইসির নিবন্ধন পেতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের বিরুদ্ধে রিট পিটিশন করার হুমকিও দেন বাংলাদেশ জাগ্রত পার্টির লিগ্যাল অ্যাডভাইজার ও দলটির মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!