মৌলভীবাজার প্রতিনিধি::
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান ও মূখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী যৌথভাবে মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন দেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে ফাহিম আহমেদ জনি, সদস্য সচিব জাবেদ রহমান, মূখ্য সংগঠক মাসনুন আল আমিন, মুখপাত্র রাজমিন আক্তার। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুরকান নাসরুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ শাহী, আফসার খান, মো: শিমুল আহমদ, হুমায়ূন হোসাইন রিদয়, সামাদুজ্জামান জুমেল, পাবেল আহমেদ রাফি, মোঃ রায়হান খান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন শাফাকাত হোসেন সাদেক। যুগ্ম সদস্য সচিব ইফাত আরা ঈশা, দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহিদ সাফিন, রাফি হোসেন ফাহিম, শাহিদুর রহমান শাওন, আমির হামজা মোরাদ, মো: আল আমিন সাইফ। সিনিয়র সংগঠক রাজ মুস্তাকিন, সংগঠক হিসেবে আছেন মোঃ আব্দুস সোপান সামি, আব্দুস সামাদ তালুকদার, জাকির আহমদ, জুনেদ আহমদ, তারেকুল ইসলাম তারেক, আবু সুফিয়ান, রিদওয়ান আহমদ, শাকিব আহমদ, রাহাত সাকিব, ফখরুল ইসলাম। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন রাজমিন আক্তার এবং সহ-মুখপাত্র অজান্তা চৌধুরী মীম। কমিটির সদস্যরা হলেন আব্দুল মুক্তাদির সিয়াম, রুবেল মিয়া তন্ময়, উম্মে মাইমুন নাফিজা, জায়েদ হোসেন, আব্দুল আজিজ টিপু, পাবেল আহমদ, সালমান আহমেদ সাজু, ফারদিন আলম, আরাফাত বিন ইসলাম সাকিব, মাহি আহমদ, খালিদ চৌধুরী, ইয়াসির হামিদ সাব্বির, মোঃ আশফাক রহমান সামি, নাদিম আহমেদ, রেজাউল করিম, মো: লোবান আহমেদ, আব্দুল মুক্তাদির হোসেন, মোঃ রোবাইয়্যাত বিন তাজুল ও রিপন মিয়া।
আপনার মতামত লিখুন :