ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

মুক্তিযোদ্ধাদের সড়ে যান বললে এইটা মানা যায় না : হাবিব উন নবী খান সোহেল

মো.ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৯:১৭ পিএম

মুক্তিযোদ্ধাদের সড়ে যান বললে এইটা মানা যায় না :  হাবিব উন নবী খান সোহেল

ছবি: সংগৃহীত।

বিএনপি‍‍`র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির প্রতিপক্ষ শুধু আওয়ামী লীগ নয় বিভিন্ন বাহিনীও ছিল। প্রতি পদে পদে আমাদের মোকাবেলা করতে হয়েছে। ১৫ দিনের মুক্তিযোদ্ধারা এসে যদি বলেন ১৫ বছরের মুক্তিযোদ্ধাদের সড়ে যান। এইটা মানা যায় না।

আজ বুধবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললেই মন খারাপ করেন। আমাদের ধৈর্যের বাঁধ কেউ যেন না ভাঙ্গে। সীমা যদি আপনারা ক্রস করেন মনে রাখবেন আন্দোলন স্থগিত রেখেছি, আন্দোলন কিন্তু বন্ধ করা হয় নাই।  কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। কারন বিএনপি কিন্তু সকল শক্তিকে মোকাবেলা করেই আজকে এই জায়গায় এসেছে।

তাড়াইল সাচাইল কাসেমুল উলুম দারুল হুদা মাদ্রাসা মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মুক্ত পরিবেশে আয়োজিত সম্মেলন ঘিরে বিএনপি’র তৃণমূলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশী ও উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। 

সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হুসাইন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!