ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৬:৩৮ পিএম

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। তিন ঘণ্টা শিথিলের পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকবে এ কারফিউ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

এর আগে গতকাল বুধবার (১৭ জুলাই) রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকার ঘোষণা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

বর্তমান বাংলাদেশ

Link copied!