ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৬:৩৭ পিএম

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুন্ডে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব। দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে এ ধরণের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজ মিলনায়তনে বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ কথা জানান। 


ধর্ম উপদেষ্টা বলেন- দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এ রকম কোন চেষ্টা সরকার করতে দেবে না। দেশে বর্তমানে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সারাদেশের ওয়াকফ সম্পত্তি উদ্ধারে সরকার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে বেশকিছু বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।


এছাড়া সরকার খরচ কমাতে জাহাজে করে হজ্বযাত্রীদের পরিবহনের সিদ্ধান্ত নিলেও বড় কোন জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বলে জানান ধর্ম উপদেষ্টা। জাহাজে করে হজ্বযাত্রীদের আনা নেওয়া করা গেলে ৪০ শতাংশ খরচ কমে যাবে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা। 

বর্তমান বাংলাদেশ

Link copied!