ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

জাতিসংঘের প্রতি মিথ্যা তথ্য প্রতিরোধের আহ্বান প্রধান উপদেষ্টার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৭:৪২ পিএম

জাতিসংঘের প্রতি মিথ্যা তথ্য প্রতিরোধের আহ্বান প্রধান উপদেষ্টার

মিথ্যা তথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ সুসান ভিজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস সেকশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
 

ইউএনডিপি ও ইউনেস্কো যৌথভাবে প্রস্তুত ‘অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশস মিডিয়া ল্যান্ডস্কেপ: ফোকাসিং অন ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে ইউনেস্কোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
 

প্রধান উপদেষ্টা বলেন, আমরা সত্যিই প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। আমাদের মূল সমস্যা হচ্ছে মিথ্যা তথ্য, ভুয়া খবর। এই অপপ্রচারের কিছু অংশ বাইরে বসবাসকারী লোকদের দ্বারা ছড়িয়ে পড়ে, স্থানীয় কিছু লোক জড়িত। এটি একটি ক্রমাগত বোমাবাজি।

বর্তমান বাংলাদেশ

Link copied!