ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধান উপদেষ্টা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:১৭ পিএম

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধান উপদেষ্টা

ছবি- সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে রংপুরের বিখ্যাত ও সুস্বাদু ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৫টায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে প্রধান উপদেষ্টার পাঠানো উপহারের ৩০০ কেজি আম ত্রিপুরায় প্রবেশ করে।


বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে ওই আম আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা চঞ্চল দে’র কাছে আমগুলো হস্তান্তর করেন আগরতলা বন্দর সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দী।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দর কাস্টমসে আনা হয়।

আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সদরুল হাসান চৌধুরী আকাশ বলেন, ৬০টি কার্টনে ভর্তি ৩০০ কেজি আমের সবই হাঁড়িভাঙ্গা জাতের। বিকাল ৫টায় আম ভর্তি পিকআপ আখাউড়া বন্দরে পৌঁছলে কাস্টমস এর কার্যক্রম শেষে সরাসরি আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!