সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (০৮ সেপ্টেম্বর) ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :