ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ইসরায়েলে পাঠানো তিনটি মরদেহ জিম্মির নয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:৩৭ পিএম

ইসরায়েলে পাঠানো তিনটি মরদেহ জিম্মির নয়

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে গাজা থেকে গতকাল ইসরায়েলের হাতে তিনটি মরদেহ হস্তান্তর করেছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বলা হয়েছিল, তারা আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিয়েছে।

 

তবে ইসরায়েলি সেনাবাহিনী আজ শনিবার (১ নভেম্বর) জানিয়েছে, এগুলো কোনো জিম্মির মরদেহ নয়।

বার্তাসংস্থা এএফপিকে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গাজায় এখনো ১১ জিম্মির মরদেহ রয়েছে। গতকাল যে তিনটি দেহ পাঠানো হয়েছে ফরেনসিক রিপোর্টে সেগুলোর সঙ্গে এই ১১ মরদেহের কোনো মিল পাওয়া যায়নি।

 

গত ১৩ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময়ের মধ্যে হামাস ১৭টি মরদেহ ফেরত দিয়েছে। যারমধ্যে ১৫ জন ইসরায়েলি। আর বাকি দুজনের একজন নেপালি, আরেকজন থাইল্যান্ডের নাগরিক। তারা কাজ করতে ইসরায়েলে গিয়েছিলেন। ১৭ মরদেহের পাশাপাশি ২০ জীবিত জিম্মিকেও মুক্তি দিয়েছে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১৩ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত দুইবার এটি ভঙ্গ করেছে দখলদাররা। তারা যুদ্ধবিরতির মধ্যে গাজায় ব্যাপাক হামলা চালিয়ে নতুন করে আরও ১৬০ জনকে হত্যা করেছে।

সূত্র: এএফপি

বর্তমান বাংলাদেশ

Link copied!