ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

পাকিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:৩৫ পিএম

পাকিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্টে আসিফ আলি জারদারির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তিনি বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগের গুজব ক্ষতিকর প্রচারণা। এ সময় তিনি প্রেসিডেন্টর পদত্যাগের দাবিকে প্রত্যাখ্যান করেন।

এক্সে এক পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে এই ক্ষতিকর প্রচারণার পেছনে কারা রয়েছে, তা আমরা পুরোপুরি জানি। প্রেসিডেন্টকে পদত্যাগের জন্য বলা হয়েছে বা সেনাপ্রধান প্রেসিডেন্ট পদে আসতে চান—এমন কোনো আলোচনা হয়নি। এমন কোনো চিন্তাও কেউ করছে না।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্টের সঙ্গে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও সম্মানজনক। রাষ্ট্রপতি নিজেও স্পষ্ট করে বলেছেন, কে এই গুজব ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে এবং এর থেকে কারা লাভবান হতে চায়—তিনি সব জানেন।

নাকভি উল্লেখ করেন, সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একমাত্র লক্ষ্য পাকিস্তানের শক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা—আর কিছু নয়। যারা এই বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন, তারা বিদেশি শত্রু শক্তির সহযোগিতায় যা খুশি করতে পারেন। কিন্তু আমরা দেশের স্বার্থে যা কিছু প্রয়োজন, তাই করব ইনশাআল্লাহ।

এদিকে পিএমএল-এন-এর সিনেটর ইরফান সিদ্দিকী জিও নিউজের ‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে বলেন, প্রেসিডেন্ট জারদারি পদত্যাগ করছেন, ইমরানের ছেলেরা আসছে, নওয়াজ শরিফ আদিয়ালা যাচ্ছেন—এই সব খবর নয়, বানানো গল্প।

তিনি বলেন, প্রেসিডেন্ট জারদারি কখনো সরকারকে কোনো সমস্যা তৈরি করেননি। তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব বুঝেন এবং তা পালন করছেন।

পিএমএল-এন নেতা আরও জানান, আমাদের পিপিপি’র সঙ্গে জোট সরকার রয়েছে। আমরা কেন এই ব্যবস্থা ভাঙতে যাব?

উল্লেখ্য, গত কয়েখ বছর ধরে সেনাবাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব এবং সমালোচনার হার বেড়েছে। সরকার ও সামরিক বাহিনী একাধিকবার এসব ‘ভুয়া সংবাদ ও প্রপাগান্ডা’ সম্পর্কে জনগণকে সতর্ক করেছে। সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘ডিজিটাল সন্ত্রাসের’ বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বর্তমান বাংলাদেশ

Link copied!