বলিউডের দুই বড় তারকা অভিনেতা সালমান খান এবং সংগীতের জাদুকর অরিজিৎ সিং। অবশেষে তাদের দীর্ঘ ৯ বছরের বিদ্বেষ হলো ম্লান এবং নিজের ভুল স্বীকার করে নিলেন বলিউড ভাইজান সালমান খান।
ভারতীয় গ্ণমাধ্যম সূত্রে জানা যায়, বরাবরের মতো এ বিগ বসের ১৯তম আসরও সঞ্চালনা করছেন সালমান খান। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। আর সেখানেই বিরোধের প্রসঙ্গটি তুলেন আরেক অতিথি কমেডিয়ান রবি গুপ্তা।
অনুষ্ঠানে এ বিষয়ে সালমান বলেন, ‘অরিজিৎ আর আমি ভালো বন্ধু। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর ও আমার জন্য গানও গেয়েছে। ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য গেয়েছে, এখন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার জন্য গান করছে অরিজিৎ।’
২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত। অনুষ্ঠানটি সালমানের সঙ্গে সঞ্চালনা করছিলেন রীতেশ দেশমুখ। অরিজিতের ক্যারিয়ার তখন গোড়ার দিকে। একটি গানের সম্পাদনার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত ছিলেন তিনি। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বাই উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান।
পুরস্কার নিতে অরিজিৎ যখন মঞ্চে যান, তখন তার পায়ে ছিল চপ্পল, পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। ঘুম চোখে মঞ্চে ওঠার পর সালমান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, “ঘুমিয়ে গিয়েছিলে?” জবাবে অরিজিত মজা করে বলে বসেন, “কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।” অরিজিতের এ জবাব সহজভাবে নেননি সালমান। বরং তার মনে হয়েছিল অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। আর তাতেই অসম্মানিত বোধ করেছিলেন বলিউড ভাইজান।
যদিও এ বিষয়টি নিয়ে পরে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাতে মন গলেনি সালমানের। সর্বশেষ সব ভুলে ২০২৩ সালের ৪ অক্টোবর সালমান খানের বাড়িতে হাজির হন জনপ্রিয় এই গায়ক। আর এবার সালমান নিজের ভুল স্বীকার করে দ্বন্দ্বের চূড়ান্ত ইতি টানলেন।
সালমান বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ সিনেমা নিয়ে। যেটা ২০২০ সালের জুনে সংগঠিত সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান। চলচ্চিত্রটি পরিচালনা করবেন অপূর্ব লাখিয়া। আর আসন্ন এই সিনেমার জন্য গান করতে চলেছেন অরিজিৎ।
আপনার মতামত লিখুন :