ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আমরা এখনও ঘনিষ্ঠ হই— বললেন আমিরের প্রাক্তন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:৩০ পিএম

আমরা এখনও ঘনিষ্ঠ হই— বললেন আমিরের প্রাক্তন

ছবি- সংগৃহীত

দাম্পত্য জীবনে ইতি টানলেও আমির খান ও কিরণ রাওয়ের বন্ধন এখনও ছিন্ন হয়নি। বিচ্ছেদের দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও রয়েছে উষ্ণতা, শ্রদ্ধা ও ঘনিষ্ঠতা— জানিয়েছেন কিরণ নিজেই।


এদিকে সম্প্রতি আমির খান জানিয়েছেন প্রেমিকা গৌরীর সঙ্গে ইতোমধ্যেই মনে বিয়ে সেরে ফেলেছেন। যদিও অভিনেতার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই রয়েছে সুসম্পর্ক। এর আগে রিনা দত্তের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের ইতি টেনে কিরণকে বিয়ে করেছিলেন আমির। এ নিয়ে আমির অবশ্যও এও বলেছেন, ‘বিয়েতে নয়, আমি বিচ্ছেদে সফল।’

যদিও প্রাক্তন দুই স্ত্রীর তিন সন্তানকেই দেখা যায় আমিরের আশপাশে। যে কোনো উৎসব একসঙ্গে উদ্‌যাপন করেন। গত কয়েক দিনে অবশ্য রিনার মতো কিরণকেও আর দেখা যাচ্ছে না। এবার আমিরের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ। তার কথায়, ‘আমাদের সম্পর্কের ধরনটা বদলে গেলেও আমাদের মধ্যে বন্ধুত্ব একই রয়েছে।’

কিরণ জানান, তারা এখনও নিজেদের এক পরিবার ভাবেন। অসম্ভব শ্রদ্ধা করেন; এমনকি শারীরিক ঘনিষ্ঠতাও রয়েছে!

এর আগে মেয়ে ইরার বিয়েতে কিরণের গালে সকলের সামনে মাঝে চুমু দিয়ে বসেন আমির। তার প্রেক্ষিতে কিরণ বলেছিলেন, ‘আমরা একে অপরের সঙ্গে ততটাই স্বচ্ছন্দ।‘

বর্তমান বাংলাদেশ

Link copied!