ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

প্রস্তুত বোর্ড, দুপুর ২টায় ওয়েবসাইটে পাওয়া যাবে এসএসসির ফল

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০১:৫৬ পিএম

প্রস্তুত বোর্ড, দুপুর ২টায় ওয়েবসাইটে পাওয়া যাবে এসএসসির ফল

ছবি- সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে আর অল্প সময় বাকি। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক দুপুর ২টায় ওয়েবসাইটে আপলোড করা হবে পূর্ণাঙ্গ ফল।


বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) মো. ইমদাদ জাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর ২টায় চেয়ারম্যান ফল আপলোডের পরই সভাকক্ষে মতবিনিময় সভায় যোগ দেবেন।


এসময় দেশের ১১টি শিক্ষা বোর্ড– ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজ নিজ পদ্ধতিতে ফল প্রকাশ করবে।

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ উপলক্ষ্যে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও সার্বিক বিষয় নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের মধ্যেই এবার ফল প্রকাশ করা হলো। ফল প্রস্তুত হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।

বর্তমান বাংলাদেশ

Link copied!