রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-২০১৮ সেশনের মাস্টার্স পরীক্ষার ফলাফল ১০ মাসেও না পেয়ে বিভাগে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১০ টায় বিভাগের সামনে অবস্থান নিয়ে তালা ঝুলিয়ে সকল ক্লাস পরীক্ষা বয়কট করেন।
এই বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, আমাদের রেজাল্টের জন্য বারবার সভাপতি স্যারের সঙ্গে যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে দেখা করেছি বারবারই তারা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। স্যারদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের একজন শিক্ষক বা পরীক্ষার কমিটির চেয়ারম্যান ছিলেন তার অপারগতার কারণে এবং বিভিন্ন কারনে জুলাই আগস্টের যে অনঅভ্যুত্থান হলো সেইসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা তার অপসারণ চেয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে তিনি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তার কাছে আমাদের ভাইভা সহ আনুষঙ্গিক আরো অনেক মার্ক আছে তিনি কোনভাবে ডিপার্টমেন্টকে সহযোগিতা করছেন না।
তিনি আরো বলেন, ডিপার্টমেন্ট আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে তোমাদের রেজাল্ট দেওয়া হবে চেষ্টা করছি। কিন্তু তারা ফলাফল দিতে পারছে না।বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা তদন্ত কমিটি নাকি গঠন করেছে অভিযুক্ত শিক্ষককে নিয়ে ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দশ মাস হয়ে গেছে একটা ব্যাচের রেজাল্ট হচ্ছে না । বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমাদেরকে সেই ভাবে সহযোগিতা করছে না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনের চেয়ে বিশ্ববিদ্যালয়ের চেয়ে ব্যক্তি শিক্ষক বা ব্যক্তি মানুষ বড় হয়ে গেছে এই জন্য আমরা রেজাল্ট পাচ্ছি না । রেজাল্ট না পাওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। আমরা অতি বিলম্বে রেজাল্ট চাই। সেইটা কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ডিপার্টমেন্ট তারা সম্মনয়করে দিবে তাদের একান্তই বিষয়।
এবিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বলেন, বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া শিক্ষক অধ্যাপক ড. মুসতাক আহমেদ যিনি ওই পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন। তার কাছে কিছু নম্বর ছিলো। বেশ কয়েক দফায় নম্বর চাওয়ার পর সর্বশেষ গতকাল কিছু নম্বর সরবরাহ করেছেন। তারপরও তার কাছে এখনও কিছু নম্বর রয়ে গেছে। এই পরিস্থিতিতে রেজাল্ট প্রকাশের জন্য করণীয় সম্পর্কে জানতে আজকে আমরা ভিসি সাথে বসতে চেয়েছিলাম। এরই মধ্যে আজ শিক্ষার্থীরা তালা লাগিয়েছে। এখন প্রশাসন ভবনে আমরা আছি। এটার সমাধান নিয়ে আমরা আলোচনা করবো।
বিভাগসূত্রে জানা যায়, ২০১৭-১৮ সেশনের স্নাতোকোত্তর পরীক্ষা শুরু হয় ২২ নভেম্বর এবং পরীক্ষা শেষ হয় ২৫ জানুয়ারি। এরপর ভাইভা শেষ হয় ২৯ জানুয়ারি।
আপনার মতামত লিখুন :