গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ৫ম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর এবং বিশ্ববিদ্যালয় ইতিহাসের ২য় উপ-উপাচার্য হিসেবে যোগদান করলেন ড. মোঃ সোহেল হাসান।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯.০০ ঘটিকায় উপাচার্য তার অফিসে যোগদান করেন এবং উপ-উপাচার্য দুপুর ২.০০ ঘটিকায় তার অফিসে পৌঁছান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অভিবাদন জানায়।
যোগদান করে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় সকলে নবনিযুক্ত উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।
উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন,"আমি রাজনীতি মুক্ত, পুরাদস্তর একজন একাডেমিক মানুষ, ৩২ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, রিসার্চ নিয়ে কাজ করেছি, তোমরা ( শিক্ষার্থীরা) আমাকে সহযোগিতা করলে এই বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ সকল মৌলিক সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি"।
মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোঃ সোহেল হাসান বলেন," আমি সত্যিকার অর্থে এই বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা চাই"।
আপনার মতামত লিখুন :