ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লাগামহীন স্বর্ণের বাজার, বিশ্ববাজারে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৬:২০ পিএম

লাগামহীন স্বর্ণের বাজার, বিশ্ববাজারে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে লাগামহীন স্বর্ণের দাম। মার্কিন-চীন বাণিজ্য সংকটের মধ্যে রেকর্ড পরিমাণে বেড়েছে মূল্যবান এই ধাতব বস্তুটির দাম। দফায় দফায় গড়েছে দাম বৃদ্ধির রেকর্ড। 
রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা নাগাদ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। যা চলতি সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলারে পৌঁছেছে।


পাশাপাশি ফিউচার মার্কেটেও ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলারে।

এদিকে একই কারণে স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশেও গত ৮ অক্টোবর স্বর্ণ ও রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরি প্রতি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা এবং রুপার দাম ভরিতে ৩২৭ টাকা বাড়ানো হয়।


নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

বর্তমান বাংলাদেশ

Link copied!