ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:৩০ পিএম

ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ: ডিএমপি

ছবি বর্তমান বাংলাদেশ

ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। প্রেমিকা বর্ষার পরিকল্পনাতেই হত্যা করা হয় তাকে। বর্ষা আর তার আরেক প্রেমিক মাহিরের পরিকল্পনায় সংঘটিত হয় এ হত্যাকাণ্ড। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, শবনম বর্ষা একই সঙ্গে জুবায়েদ আর মাহিরের সাথে প্রেম করতো, এক পর্যায়ে জোবায়েদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় সে আর আরেক প্রেমিক মাহিরের সাথে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। এ খুনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। বাসায় পড়াতে গিয়ে পড়ানোর সময় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রী শাবনাম বর্ষার। কিন্তু বর্ষা একই সাথে সম্পর্ক চালিয়ে যায় তাঁর আরেক প্রেমিক মাহিরের সঙ্গে। এক পর্যায়ে বর্ষা আর মাহির জোবায়েদ হত্যার পরিকল্পনা করে। এমন দাবি ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলামে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, জুবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা। তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তাতে মন গলেনি বর্ষার। এই খুনের সঙ্গে রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই।


জোবায়েদের স্বজনরা বলছেন, ভেবে চিন্তে মামলা করা হয়েছে। তবে নিছক প্রেমের কারণে এমন হত্যাকান্ড মানতে নারাজ জোবায়েদের পরিবারের। 

বর্তমান বাংলাদেশ

Link copied!