ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৯:২৭ পিএম

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার। 
 

শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স রবিবার (৩ আগস্ট) রাতে শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিম এর নির্মাণাধীন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতরা হলেন –
১। মোঃ নজরুল ইসলাম (৩২), সাং-পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ।
২। মধু মিয়া (৪৫), সাং-বিন্নিগ্রাম, মৌলভীবাজার।
পলাতক আসামি – আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭), সাং-পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়), নবীগঞ্জ, হবিগঞ্জ।

ঘটনাস্থলে তল্লাশিতে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পলাতক একজনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!