ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৩:২৫ পিএম

রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অন্যতম সমবায়ী প্রতিষ্ঠান রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.–এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুরের দিকে  নাজিরপুর  ইউনিয়নের ভবানীপুর এলাকায়  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাগর এবং সঞ্চালনায় ছিলেন সমবায়ী  মুহাম্মদ এনামুল হক তালুকদার।

এসময় উপজেলা সমবায় কর্মকর্তা নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ৬ সদস্যের নাম ঘোষণা করা হয়— নজরুল ইসলাম (চেয়ারম্যান), মো. শরীফুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), তানজু বেগম (সেক্রেটারি)
, আসমা খাতুন (ট্রেজারার), মিনারা খাতুন (ডিরেক্টর), জুলহাস উদ্দিন (সদস্য)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ও বিমল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, বিআরডিবির সহসভাপতি মো. হাবিবুর রহমান সবুজ, কলমাকান্দা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লি.–এর সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব, জনকল্যাণ কৃষি সমবায় সমিতির সভাপতি একেএম শাহজাহান কবীর এবং উপজেলা আনসার ভিডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। বক্তারা বলেন— যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়ন শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার একটি কার্যকর আন্দোলন।

শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!