ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জনবান্ধব কর্মকান্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন কমলগঞ্জে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৪:৪৯ পিএম

জনবান্ধব কর্মকান্ডে  জনপ্রিয় হয়ে উঠেছেন কমলগঞ্জে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর

ছবি সংগৃহীত

একজন সৎ, কর্মঠ, নিরহংকার, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে তার সততা ও সাহসীকতায় কমলগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাখন চন্দ্র সূত্রধর,মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মানুষকে সচেতন করছেন, কখনও ছুটে যাচ্ছেন হতদরিদ্র সাধারণ মানুষের কাছে। দিনরাত অবধি চার চারটি দফতরের কাজ করে যাচ্ছেন ইউএনও মাখন চন্দ্র সূত্রধর। প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সাথে সাথে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। 
কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধ, কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মালামাল মজুদকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা,যানজট নিরসন, খাল উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা। জনগণের যে কোন দুর্যোগে-মহাদুর্যোগে উপজেলা শহর সহ ৯ টি ইউনিয়নে ছুটে বেড়ান মানুষকে সচেতন করতে। 
খোঁজ নিয়ে জানা গেছে, কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দায়িত্বের পাশাপাশি একাধারে উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২৫ সালে দেশের পটপরিবর্তনের পর ৮ জানুয়ারি তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বগ্রহণ করেন। 
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোন মাধ্যমে অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের খবর পেলেই ছুটে যান তিনি এবং সরজমিন পরিদর্শন করে উক্ত সুবিধাবঞ্চিত অসহায় মানুষগুলোর প্রাপ্যতা অনুযায়ী সরকারিভাবে (বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডি ও টিসিবি কার্ড) সহ অন্যান্য সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে আসছেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি দান অনুদান সরজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 
যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১৮ টি মোবাইল কোর্টে প্রায় ১২ লক্ষ টাকার উপরে জরিমানা করা হয়েছে। যা সরকারের কোষাগারে জমা হয়।
কমলগঞ্জ উপজেলার সচেতন নাগরিকরা বলেন, ইউএনও তাঁর কর্মদক্ষতা, সততা, আদর্শ ও সঠিক সিদ্ধান্তে উপজেলার সাধারণ মানুষের কাছে জনবান্ধব হয়ে উঠছেন। সকল ধরনের মানুষ খুব সহজেই তাঁর কাছে সমস্যার কথা বলতে পারে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন তিনি।
ব্যবসায়ী মাসুম আহম্মেদ বলেন, পূজা উপলক্ষে যানজট নিরসনেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন। স্থানীয়দের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক তদারকি করেছেন, যাতে উৎসবকালীন চলাচলে কোনও বিঘœ না আসে।
পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলককাজ বাস্তবায়ন সহ ড্রেন নির্মাণ, ড্রেন সংষ্কার ও নিয়মিত ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন জায়গা পরিদর্শন, সচেতনতামূলক মতবিনিময়, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পানি নিষ্কাষণের ব্যবস্থা করা, বিভিন্ন খাল পরিষ্কার, খাল খননপূর্বক স্থায়ী জলাবদ্ধতা দূরিকরণ, বিভিন্ন স্থানে কার্লভার্ট নির্মাণ ও রাস্তা সংষ্কার হাট বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে অবৈধ দখল উচ্ছেদসহ নানা উন্নয়ন ও কাজ। 
এ বিষয়ে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমার ওপর গুরু দায়িত্ব অর্পিত রাষ্ট্রের সকল আদেশ আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। হতদরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্ধ যথাযথ ভাবে স্বচ্ছ তালিকার মাধ্যমে বণ্টন করা হচ্ছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে যাহাতে কোনো প্রকার অনিয়ম না হয়, সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে। আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়। সকলে চাইলেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।

বর্তমান বাংলাদেশ

Link copied!