শেরপুরে মালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত মিশুক রিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার শিশুসন্তানসহ ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার ( ২৯ মার্চ) বিকেলে শহরের নওহাটা পৌর কবরস্থানের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন শহরের কান্দাপাড়া এলাকার আলম আনছারির স্ত্রী জয়া (৩৫), তার শিশুসন্তান ও রিকশার চালক। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ট্রাকচালক ও রিকশাচালক।
জানা যায়, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে পৌর শহরের নওহাটা পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে একটি মালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত মিশুক রিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রিকশায় থাকা জয়া ও তার সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত জয়ার অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাক ও রিকশাচালক দুজনই পালিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও রিকশা আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 
               
             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :