ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:২১ পিএম

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার

ছবি: বর্তমান বাংলাদেশ।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
সরকার পতনের পর প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন রাজিবুল ইসলাম মোস্তাক। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে আটক হন তিনি।
জানা যায়, রাজিবুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা, উস্কানিমূলক বক্তব্য এবং নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সদর থানায় একাধিক মামলার আসামি মোস্তাক গ্রেপ্তার এড়াতে অনেকদিন ধরে মৌলভীবাজারের শেরপুর এলাকায় লুকিয়ে ছিলেন। আত্মগোপনে থাকার সময় তিনি স্থানীয় একটি প্রাইভেট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তাককে গ্রেপ্তার করা হয়। 
শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস জানান, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ দুপুরে রাজিবুল ইসলাম মোস্তাককে আটক করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!