ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৯:১৭ পিএম

দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, বিশেষ করে অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে এক জ্ঞানবর্ধক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর পর্যটন মোটাল এর মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট ফর নিউরো সাইন্স ফাউন্ডেশন (ব্রেন ফাউন্ডেশন) দিনাজপুর জেলা শাখার আয়োজনে  ব্রেন ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার মোর্শেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. এস. কে. সাদেক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন   দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস এবং ব্রেন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান তরুণ প্রমুখ। সেমিনারের শুরুতে শিশুদের প্রাথমিক বিকাশ ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার, বিশেষ করে অটিজম বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন ডা. নাহিদ আফসানা জামান কাউমি  বলেন অটিজম শিশুদের সমস্যা কোনো মানসিক প্রতিবন্ধকতা নয়, এটি একটি ভিন্ন ধরণের বিকাশগত বৈশিষ্ট্য। সঠিক যত্ন ও প্রশিক্ষণ পেলে তারাও সমাজে নিজেদের স্থান করে নিতে পারে। সেমিনারের মুল আলোচনায় অংশ নিয়ে এমএসসি ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের মিস সাফা বিনতে হাফিজ দিয়া বলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিক থেরাপি, সামাজিক অংশগ্রহণ ও পারিবারিক সহানুভূতি তাদের জীবনমান উন্নয়নের মূল চাবিকাঠি। সমাজকে তাদের প্রতি সহমর্মী হতে হবে। সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ডা. সারওয়ার মোর্শেদ আলম বলেন একটি পরিবারে যদি অটিজম আক্রান্ত শিশু থাকে, সেই পরিবার প্রায়ই সামাজিকভাবে একঘরে হয়ে যায়। অথচ এরা অসাধারণ সৃজনশীলতা ও মনোযোগের পরিচয় দিতে পারে, যদি তাদের যথাযথ সুযোগ দেওয়া হয়। আমাদের লক্ষ্য তাদের বিশেষ চাহিদা সম্পন্ন নয় বরং বিশেষ ক্ষমতা সম্পন্ন’ হিসেবে দেখতে শেখা।

প্রধান অতিথি প্রফেসর ডা. এস. কে. সাদেক আলী  বলেন অটিজম শিশুদের পিছিয়ে পড়া নয় এগিয়ে নেওয়াই আমাদের দায়িত্ব। সরকারি-বেসরকারি সমন্বয়ে যদি নিয়মিত থেরাপি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় তাহলে এরা দেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হতে পারবে।

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন অটিজম শিশুদের চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য জেলা পর্যায়ে আলাদা থেরাপি সেন্টার স্থাপন করা প্রয়োজন। এতে পরিবারগুলো সহজে সেবা নিতে পারবে।

সেমিনারে জানানো হয়, আগামী ১৬ই ডিসেম্বর দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি থেরাপি ও কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে তাদের অংশগ্রহণ, থেরাপি প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা থাকবে।

দিনাজপুর অঞ্চলের বিভিন্ন চিকিৎসক, নিউরোসার্জন, শিশু বিশেষজ্ঞ ও শিক্ষাবিদসহ শতাধিক অংশগ্রহণকারী এই সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা একমত হন অটিজম শিশুরা সমাজের বোঝা নয়, বরং যথাযথ সহায়তা ও প্রশিক্ষণ পেলে তারাই হতে পারে জাতির সম্পদ।

বর্তমান বাংলাদেশ

Link copied!